ইয়েমেনের গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে স্থলযুদ্ধে সেনাদের যুক্ত করতে যুদ্ধের ফরমানে বাবার সই জাল করার অভিযোগ উঠেছে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালামানের বিরুদ্ধে।
সোমবার (১৯ আগস্ট) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল সাদ আল-জাবরি।
জাবরি সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে রাজ্যের দীর্ঘ ও অচল যুদ্ধের সূচনাকারী রাজকীয় ফরমানে তার বাবার স্বাক্ষর জাল করেছেন।
কিন্তু জাবরির ওই অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব। তবে তিনি এমন একটি সময় অভিযোগটি তুললেন, যখন মোহম্মাদ বিন সালমানই সৌদি আরবের একক নেতায় পরিণত হয়েছে। প্রায়ই ৮৮ বছর বয়সী বাবা বাদশাহ সালমানের পরিবর্তে তিনি বিশ্বনেতাদের সাথে কথা করেন।
আল-জাবরি বলেন, ২০১৫ সালের শুরুর দিকে ক্রাউন প্রিন্স ওয়াশিংটনকে উপেক্ষা করে এগিয়ে যেতে (ইয়েমেন যুদ্ধে) দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। আমরা অবাক হয়েছি যে, স্থলযুদ্ধের অনুমতি দেওয়ার জন্য একটি রাজকীয় ফরমান ছিল। তিনি (মোহাম্মদ বিন সালমান) সেই রাজকীয় ফরমানের জন্য তার বাবার সই জাল করেছিলেন। যখন রাজার মানসিক ক্ষমতা কমে যাচ্ছিল।
সাবেক এই গোয়েন্দাপ্রধান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এ অভিযোগের একটি ‘বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য’ সূত্র তার কাছে রয়েছে।
আল-জাবরি আরও বলেন, রিয়াদে সিআইএ’র স্টেশন চিফ ক্রাউন প্রিন্সের সিদ্ধান্তে ক্ষুব্ধও হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের বৃহত্তম শহর সানা’র নিয়ন্ত্রণ নেয়ার পর হাউছিদের হটিয়ে দিতে ইয়েমেন সরকারের পক্ষে হস্তক্ষেপ করে।
সূত্র : এপি, মিডল ইস্ট আই