• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট হবেন কমালা হ্যারিসই : বারাক ওবামা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
President Barack Obama is photographed during a presidential portrait sitting for an official photo in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza)

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্য়াট কনভেনশনে বারাক ও মিশেল ওবামার আশা, কমালা হ্যারিস জিতবেন, কিন্তু লড়াই খুবই কঠিন। ডেমোক্র্যাটদের কনভেনশনের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণই ছিলেন বারাক ওবামা।

বারাক ও তার স্ত্রী মিশেল দুজনেই কনভেনশনে কথা বলেছেন। তারা কমালা হ্যারিসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, হ্যারিসই পরবর্তী প্রেসিডেন্ট হবেন।

বারাক ওবামা তার আধঘণ্টার ভাষণে বলেছেন, ‘কমালা হ্যারিস তার নতুন কাজের জন্য তৈরি। তিনি তার সারাজীবন সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি বড় ব্যাংক, কলেজের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের কেলেঙ্কারির কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য নিয়ে আসতে পেরেছেন। বাড়ি বন্ধক রাখা নিয়ে যখন সংকট দেখা দেয়, তখন তিনি আমাকে, আমার প্রশাসনকে বলে বাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন।’

বারাক ওবামা আরও বলেছেন, ‘যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।’

সাবেক প্রেসিডেন্ট ওবামা বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসাও করেছেন। বারাক ওবামার মতে, ‘আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরও নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।’

ওবামার আবেদন, ‘আসুন, আমরা সকলে একসঙ্গে কাজ শুরু করে দিই।’

বারাক ওবামা বলেছেন, ‘একজন ৭৮ বছর বয়সী ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমালা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।’

ওবামার অভিযোগ, ‘ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। আমেরিকায় বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, দেশ আমরা আর ওরা-য় বিভক্ত। তাকে যারা সমর্থন করে, তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরোনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরও চার বছর সময় দিতে পারি না।’

বারাক ওবামার বক্তব্য, ‘ওদের কাছে ক্ষমতা মানে শক্তিশালীরা যা খুশি করতে পারবে। কিন্তু ডেমোক্র্যাটদের কাছে স্বাধীনতার অর্থ অনেক ব্যাপক। কর্মীরা যাতে পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারে, পরিচ্ছন্ন পানি পান করতে পারে, তাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে পারে এবং তাদের ঘরে ফেরা নিয়ে উদ্বিগ্ন না হয়ে যাতে তারা থাকতে পারে আমরা তার জন্য কাজ করি। কমালা হ্যারিস ও তার রানিংমেট টিম ওয়ালজও এটা বিশ্বাস করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ