• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:

বন্যার্ত ৪০০ পরিবারকে খাবার দিলেন জোভান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক মাধ্যম সয়লাব সেসব ছবিতে।

এমন পরিস্থিতিতে মানুষের দাঁড়াতে এগিয়ে এসে দেশের শিল্পী সমাজ। যে যার জায়গা থেকে হাত বাড়িয়েছেন সহায়তার। অভিনেতা ফারহান আহমেদ জোভানও রয়েছেন এই দলে। বন্যার্ত ৪০০ পরিবারকে খাবার দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে জোভান বলেন, ‘আমি নিজে দুর্গত এলাকায় ইচ্ছে পোষণ করেছিলাম কিন্তু দেখলাম সবাই সেখানে ছুটে যাওয়ার চেয়ে তাদের সহযোগিতা এবং ত্রাণটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন। গত চারদিন ধরে আমার একটা টিম ফেনীতে অবস্থান করছে। তাদেরকে আমি প্রয়োজনীয় সব টাকা এবং জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি এবং তারা গিয়ে সেগুলো সেইসব মানুষদের হাতে তুলে দিচ্ছেন। আমি কোনো সংগঠন কিংবা কোনো ফাউন্ডেশনে টাকা দিইনি, ব্যক্তিগতভাবেই কয়েকজন ছোট ভাইয়ের মাধ্যমে একটা টিম করেছি, যেন আমি পুরো বিষয়টা আমি টেক কেয়ার করতে পারি। তারা খুবই এক্টিভলি কাজগুলো করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগ হলেও এখানে আমি ছাড়াও আমার স্ত্রী, শাশুড়ী, মা টাকা দিয়েছেন। আজকে আমাদের আরেকটা টিম যাচ্ছে নোয়াখালীতে। সেখানে ৪০০ পরিবারে প্রতিদিন দুই বেলা করে দুই দিন খাবার দেওয়া হবে। আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বন্যার্তদের পাশে থাকতে। আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ