• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

ঝুঁকি কমলো মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের , মার্কিন শীর্ষ জেনারেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গতকাল রোববার পাল্টাপাল্টি হামলার পর দু’পক্ষের মধ্যে আর কোনও হামলার ঘটনা ঘটেনি। এর ফলে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধের ঝুঁকি আপাতত কমেছে। তবে ইরানের পক্ষ থেকে বিপদ এখনও কাটেনি ইসরায়েলের, বলেছেন মার্কিন শীর্ষ জেনারেল।

সোমবার (২৬ আগস্ট) তিনদিনব্যাপী মধ্যপ্রাচ্য সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সি কিউ ব্রাউন। এ সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশদাকারে আলাপ করেন তিনি।

রয়টার্সকে ব্রাউন জানান, সম্প্রতি সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যে দুটি বড় হুমকি ছিল, তার একটি হিজবুল্লাহর হামলা। আর দ্বিতীয়টি হলো তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলার হুমকি।

এর মধ্যে গতকাল রোববার হিজবুল্লাহর হামলার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের তাৎক্ষণিক ঝুঁকি কমেছে কিনা এমন প্রশ্নের জবাবে ব্রাউন বলেন, “হ্যাঁ, কিছুটা। আপনারা জানেন, দুটি ঘটনা ঘটার কথা ছিল। একটি এর মধ্যেই হয়ে গেছে। এখন বিষয়টি দ্বিতীয় জনের ওপর নির্ভর করছে।”

তিনি আরও বলেন, “ইরান কীভাবে জবাব দেবে তার ওপর নির্ভর করছে ইসরায়েলের জবাব। আর এর ওপরই নির্ভর করছে বড় যুদ্ধ হবে কি না।”

গতকাল রোববার সকালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোববার সকালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে প্রায় ১০০টি যুদ্ধবিমান আগেভাগে প্রাণঘাতী হামলা চালায়। এরপর উত্তর ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ২০০৬ সালে দু’পক্ষের সর্বাত্মক যুদ্ধের পর এবারই তেল আবিবের পক্ষ থেকে লেবাননে সবচেয়ে বড় হামলা হয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ