• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

নোয়াখালীর একটি কবরস্থান থেকে উদ্ধার হলো সাবেক এমপির শটগান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি কবরস্থান থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শটগান ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার রাতে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সুন্দলপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে তাতে একটি শটগান ও ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

তিনি বলেন, এ বিষয়ে মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে সাবেক সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, ‘অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্স করা ছিল। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

পুলিশ সুপার আরো বলেন, পরে অনুসন্ধান করলে অস্ত্রটি একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা বলে জানা যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ