• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

ছাত্রদলের ২ নেতা বহিষ্কার কুষ্টিয়ায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহবায়ক মাসুম পারভেজ রতন।

চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা শাখার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহবায়ক মো. মাসুম পারভেজ রতনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ