• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানান উদ্ধারকারীরা। খবর আরব নিউজের।

শনিবার যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোলভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। উত্তর আইভরি কোস্টের দুটি বড় শহর বোয়াকে এবং কোরহোগোর মধ্যে হাইওয়েতে শনিবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

বাস-ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে সৃষ্ট ভয়াবহ আগুনে ১৩ যাত্রীর দেহ পুড়ে ছাই হয়ে যায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উদ্ধারকর্মীরা।

আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) জানিয়েছে, আহতদের মধ্যে ১৯টি শিশুও রয়েছে।তাদের কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেপরোয়া গাড়ি চালানোর কারণে আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। ২০২৩ সালে দেশটি প্রতিটি চালককে মোট ১২ পয়েন্ট প্রদান করে একটি পয়েন্ট-ভিত্তিক ড্রাইভার লাইসেন্স চালু করেছে।

আইভারি কর্তৃপক্ষ অপরাধীদের জরিমানা করার জন্য দেশের প্রধান সড়কগুলিতে ক্যামেরা স্থাপন করেছে। পরিবহন মন্ত্রন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে প্রতি বছর ১ হাজার থেকে দেড় হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ