বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ জানুয়ারির মত আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
বুধবার দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আড়াইশ‘র বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেও তাদেরকে দেশত্যাগ করতে হবে না।
তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে আমাদের মাঝে যেমন উৎসাহ রয়েছে, প্রতিপক্ষরাও তাকে নিয়ে আতংকিত। জাতীয়তাবাদের রাজনীতিকে সুদৃঢ় করতে তারকে রহমানের কোন বিকল্প নেই। এ জন্য তাকে বিতর্কিত করতে তাদের যতো প্রয়াস।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও অনিন্দ্য ইসলাম অমিত, কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, রেহানা আক্তার, মাহবুব হাসান পিয়ারু, আজিজুল হাসান দুলু প্রমুখ।