• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না,‘ক্ষমা চাচ্ছি,

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

প্রতি বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ মাছ রফতানি হলেও এবার অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ উপলক্ষে কোনো ইলিশ পাঠানো হবে না। ভারতের ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ইলিশ রফতানির আর্জি জানালেও কোনো ইলিশ যাবে না বলে সাফ জানিয়ে দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ পারবে।’

গণঅভ্যুত্থানে বিদায়ী সরকার প্রতি বছর ভারতে ইলিশ পাঠাতো সেই প্রসঙ্গ উল্লেখ করে তাদের সমালোচনা করেন ফরিদা আখতার। বলেন, `ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধার করা উচিত।

এর আগে গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আখতার বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদিপশু লালন-পালনের সঙ্গে জড়িত।

উপদেষ্টা বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায়, তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ