আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘মার্কিন সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত’ প্রকাশ করেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র আবারও চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির ঘোষণা করেছে, যা গুরুতরভাবে একচীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইশতাহার লঙ্ঘন করেছে, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে গুরুতর হস্তক্ষেপ করেছে, চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার গুরুতর ক্ষতি করেছে।
‘গণপ্রজাতন্ত্রী চীনের বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন’ অনুযায়ী, চীন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা কর্পোরেশন, স্টিক রুডার এন্টারপ্রাইজ এলএলসি, কিউবিক কর্পোরেশন, এস ৩ অ্যারোডিফেন্স, টিকোম লিমিটেড পার্টনারশিপ, টেক্সটওরে, প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ, অ্যাক্ট ১ ফেডারেল, এক্সোভেরা- এই নয়টি কোম্পানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
ব্যবস্থাগুলো হল: চীনের ভূখণ্ডে এসব কোম্পানির স্থাবর, অস্থাবর এবং অন্যান্য ধরনের সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া; চীনের অভ্যন্তরে সংস্থা এবং ব্যক্তিদের তাদের সাথে প্রাসঙ্গিক লেনদেন, সহযোগিতা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ করা হবে। এই সিদ্ধান্ত ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।