ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যকে ‘অপরিবর্তনীয়’ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
মাসুদ পেজেশকিয়ান আজ মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ইরানকে আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিতে চাইছে ইসরায়েল। হিজবুল্লাহর সমর্থনে সংঘাতে যোগ দিতে উসকানি দিচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
ইরান লেবানিজ গোষ্ঠীর প্রতিরক্ষায় আসবে কি না জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, ‘তেহরান যে কোনো গোষ্ঠীকে রক্ষা করবে; যে তার অধিকার এবং নিজেকে রক্ষা করছে।
তবে তিনি যোগ করেছেন যে, ইরান ‘শান্তিতে থাকতে’ চায়।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না। কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না… ইসরায়েলই এই সর্বাত্মক সংঘাত সৃষ্টি করতে চায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, লেবাননে গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রায় ১ হাজার ১০০টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৬৪৫ জন।