• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

নাট্য নির্মাতা রিংকুর জামিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে হত্যার মামলায় তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

রিংকুর পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে জামিন দেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রিংকুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। রিংকুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। হত্যার সঙ্গে রিংকু জড়িত নন বলে দাবি করেন তার আইনজীবী।

আদালত বলেন, আসামি এজাহারনামীয় নয়। তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে কী অভিযোগ পেয়েছেন, তা কেস ডকেটে (সিডি) আছে। সিডিসহ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হওয়া পর্যন্ত আদালত রিংকুকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন।

বৃহস্পতিবার রিংকুকে আদালতে হাজির করা হয়নি। তবে, চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, খায়রুল বাশারসহ রিংকুর অর্ধশতাধিক সহকর্মী আদালতে উপস্থিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তু নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অপর আসামিরা হলেন—সজিব ওয়াজেদ জয়, নূরে আলম চৌধুরী লিটন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, নুর মোহাম্মদ, দিলীপ কুমার আগরওয়ালা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ