• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় জামাতের গণ-দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

এ জেড আল মুজাহিদ (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ-  ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদির গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইটনা উপজেলা জামাতের উদ্যোগে গণ-দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১২ অক্টোবর) বাদ জোহর ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামাতের আয়োজনে মুদির গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় জামাত নেতা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আইনজীবী বিভাগের সেক্রেটারি এড. রোকন রেজা শেখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা জামাতের আমির হাফেজ আবুল হোসাইন ও কিশোরগঞ্জ জেলা শিবির সভাপতি শাহরিয়ার শাকিল।

সাবেক শিবির নেতা হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ দাওয়াতি সভায় আরও বক্তব্য রাখেন ইটনা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: আব্দুস সালাম, সাবেক সেক্রেটারি মাও: শফিকুল ইসলাম, ঢাকা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মাও,শামছুল হক ভূইয়া, জামায়াত নেতা মাও. নুরুল্লাহ, মাও. শফিকুল ইসলাম আনসারী, মাও ইঊনুস, হাফেজ আব্দুন নুর, মাও. হাবিবুর রহমান, জয়সিদ্ধি ইউনিয়ন জামাতের সভাপতি ডা. মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জুনায়েদ ঠাকুর, হাফিজ উদ্দিন রহিছ, জয়নাল আবেদিন, ইটনা উপজেলা শিবির সভাপতি তানবীর আহমেদ, কিশোরগঞ্জ শহর শিবির সভাপতি মুকাব্বির প্রমূখ।

দাওয়াতি গণ সমাবেশে আমন্ত্রিত অতিথিরা আল্লাহর শরীয়তের ভিত্তিতে রাসুলুল্লাহ সাঃ এর জীবন বিধানের আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ