• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

চাঁদাবাজি মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

চাঁদাবাজি ও মারামারির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যাকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে রাজবাড়ীর বালিয়াকান্দি আ‌মলি আদালতে সোপর্দ করলে তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদাল‌তের বিচারক রওনক জাহান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে আব্দুল হান্নান মোল্যাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় চাঁদাবাজি ও মারধরের একটি মামলা দায়ের করেন উপজেলার বনগ্রামের মো. বিপুল হোসেন নামে এক ব্যক্তি। ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে আব্দুল হান্নান মোল্যাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

আব্দুল হান্নান মোল্যার আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, ‘এ মামলার এজাহার নামীয় ৮ জন আসামির সবাই জামিনে রয়েছেন। আব্দুল হান্নান মোল্যা এ ঘটনার সঙ্গে জড়িত নয় এবং মামলার এজাহারেও তার নাম নেই। এছাড়া তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও অসুস্থ মানুষ হওয়ায় বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ