• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধের মিশন পাকিস্তানের

আপডেটঃ : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

চলতি সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান। এই দুঃস্মৃতি নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টি-২০ সিরিজ দিয়ে নিতে চায় পাকিস্তান। অপরদিকে ওয়ানডে মত টি-২০ সিরিজেরও পাকিস্তানকে ধরাশায়ী করার লক্ষ্য নিউজিল্যান্ডে। ওয়েলিংটনে নিউজিল্যান্ড-পাকিস্তানের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয়ের স্বাদ নিয়েছিলো পাকিস্তান। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্য ছিলো সরফরাজের দলের। কিন্তু পাঁচটি ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। ওয়ানডে সিরিজের সবগুলো হেরে হোয়াইটওয়াশ হতে হয় পাকিস্তানকে।
ওয়ানডে সিরিজের স্মৃতি ভুলে টি-২০তে ভালো করার ইচ্ছা পাকিস্তানের। এমনটাই জানালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘ভালো দল হবার পর ওয়ানডে সিরিজে ভালো করতে পারিনি আমরা। যেভাবে এই কন্ডিশনে খেলার দরকার ছিলো, সেভাবে খেলতে পারেনি দল। ব্যাটসম্যানরা বড় রান করতে পারেনি। বোলাররা সময়মত উইকেট নিতে পারেনি। পুরো সিরিজই আমাদের জন্য খারাপ কেটেছে। তবে টি-২০ সিরিজে আমরা ভালো করতে চাই, ওয়ানডে সিরিজের দুঃখ ভুলে যেতে চাই। ছোট ফরম্যাটে ভালোর পারফরমেন্স করে সিরিজ জিততে চাই।’
নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। কিন্তু অতীত রেকর্ড পাকিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত দু’বার নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ খেলেছে পাকিস্তান। দু’বারই হেরেছে তারা। দু’বারই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
অতীত রেকর্ড ধরে রাখার পাশাপাশি ওয়ানডে সিরিজের মত পারফরমেন্স করতে চায় দল বলে জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘আমরা দারুণ ফর্মে রয়েছি। পুরো ওয়ানডে সিরিজেই দল সেরা পারফরমেন্স করেছে। শতভাগ সাফল্য নিয়ে এবার টি-২০ লড়াই শুরু করবো। তাই সিরিজে ভালো করতে আমরা দারুণ আত্মবিশ্বাসী। অতীতেও এখানে পাকিস্তান খুব ভাল করতে পারেনি। এবারও আমরা তাদের কোন সুযোগ দেব না। দল হিসেবে খেলে সিরিজ জয়ের সক্ষমতা আমাদের আছে।
টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ১৫বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৮টিতে জিতেছে পাকিস্তান। ৭টি ম্যাচে জয় রয়েছে নিউজিল্যান্ডের। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ