• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান

আপডেটঃ : রবিবার, ১৮ মার্চ, ২০১৮

হিসাববিজ্ঞান প্রথমপত্র

নির্মল ইন্দু সরকার

প্রভাষক, সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

বন্ধুরা তোমাদের পরীক্ষা সামনে তাই মনোযোগ দিয়ে এগুলো দেখো এবং অনুশীলন করো।

 

১) হিসাববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

ক) ২ টি    খ) ৩ টি    গ) ৪ টি     ঘ) ৬ টি

২) ডেবিট নোট চালান থেকে আলাদা করার জন্য সাধারণত কোন কালি ব্যবহার করা হয়?

ক) সবুজ   খ) নীল   গ) লাল        ঘ) সাদা।

৩) হিসাবনিকাশের বকেয়া ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ করা হয় যখন –

ক) সেবা প্রদান করা হয় খ) এটা অর্জিত হয়

গ) নগদ গ্রহণ করা হয়   ঘ) এটা সংঘটিত হয়।

৪) কোনটি Control Account?

ক) নগদান হিসাব         খ) উত্তোলন হিসাব

গ) পাওনাদার হিসাব     ঘ) দেনাদার হিসাব

৫) পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়?

ক) ব্যাংক তহবিল         খ) ব্যাংক জমা

গ) ব্যাংক জমাতিরিক্ত   ঘ) নগদ তহবিল

৬) জাবেদা ও খতিয়ান দুটিই হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক। তবুও বৈশিষ্ট্যের বিবেচনায় এ দুটি বিষয়ের মধ্যে কোন পার্থক্যটি পরিলক্ষিত হয়?

ক) জাবেদা স্বল্পস্থায়ী আর খতিয়ান অস্থায়ী

খ) জাবেদায় দায় হিসাব লিখা হলেও খতিয়ানে বাদ যায়

গ) জাবেদা প্রস্তুত ঐচ্ছিক আর খতিয়ান বাধ্যতামূলক

ঘ) জাবেদা আয় হিসাব, খতিয়ান সম্পদ হিসাব

৭) বছরের শুরুতে মালিকের স্বত্ব ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৩,২০০ টাকা ও ১,৩৫০ টাকা। উক্ত বছরে মালিকের স্বত্ব কমেছে ২৪০ টাকা এবং দায় বেড়েছে ৩৩০ টাকা। বছর শেষে সম্পত্তির পরিমাণ কত?

ক) ৫,৬৪০ টাকা          খ) ৪,৬৪০ টাকা

গ) ৪,৪৬০ টাকা           ঘ) ৪,৬২০ টাকা

৮) একঘরা নগদান বইয়ের আওতা বহির্ভূত লেনদেন হলো

  1. নগদ বাট্টা ii. ব্যাংক সংক্রান্ত লেনদেন

iii. বেতন প্রদান হিসাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii ও iii.

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব আশীষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,০০০ টাকা।

অমিলগুলো হল: ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

অন্য কোনো হিসাবের ১,৫০০ টাকা পাস বইয়ের ক্রেডিট করা হয়েছে।

ব্যাংক বিমা প্রিমিয়াম পরিশোধ করেছে ২,০০০ টাকা কিন্তু নগদান বইয়ে এখনও লেখা হয়নি।

৩০০ টাকার একখানি চেক নগদান বইয়ে দুইবার ডেবিট করা হয়েছে।

৯) উদ্দীপকের নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত থেকে বিয়োগ করতে হবে—

  1. ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম প্রদান ২,০০০ টাকা
  2. অন্য হিসাবের টাকা পাস বইয়ের ক্রেডিট ১,৫০০ টাকা

iii. একটি চেক বইয়ে দুইবার ডেবিট ৩০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii                  ঘ) i, ii ও iii.

১০) নগদ বই অনুসারে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত হবে?

ক) ২০,০০০ টাকা   খ) ২১,২০০ টাকা

গ) ২২,২০০ টাকা   ঘ) ২৪,২০০ টাকা

১১) প্রাপ্য হিসাব ৯২,০০০ টাকা, অনাদায়ী পাওনা ১২,০০০ টাকা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,৫০০ টাকা খতিয়ান জের থেকে পাওয়া গেল। রেওয়ামিলে দেনাদার কত টাকা ডেবিট হবে?

ক) ৭৫,৫০০ টাকা       খ) ৭০,০০০ টাকা

গ) ৯২,০০০ টাকা        ঘ) ৮৭,৫০০ টাকা

১২) একটি হিসাবের জের ৯০ টাকা। যা রেওয়ামিলের ভুল পার্শ্বে দুইবার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

ক) ৯০ টাকা               খ) ১৮০ টাকা

গ) ২৭০ টাকা                              ঘ) ৩৬০ টাকা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ