• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

এইচএসসি’র ফিন্যান্স প্রথমপত্র প্রস্তুতি

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

মো.শহিদুল ইসলাম

 

প্রভাষক, হিসাববিজ্ঞান

 

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুুল এন্ড কলেজ

 

ব্রাহ্মণবাড়িয়া

 

 

১। মডিগ্লিয়ানি ও মিলার কত সালে লভ্যাংশ নীতি সম্পর্কে প্রবন্ধ প্রকাশ করেন?

 

ক) ১৯৫০  খ) ১৯৫৮ গ) ১৯৬০ ঘ) ১৯৬১

 

২। আন্ত:ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সুদের হারকে কী বলে?

 

ক) কলমানি হার       খ) বাজার সুদের হার

 

গ) প্রকৃত সুদের হার  ঘ) নামিক সুদের হার

 

৩। চক্রবৃদ্ধিকরণের সংখ্যার সাথে ভবিষ্যত্ মূল্যের সম্পর্ক কিরূপ?

 

ক) উর্ধ্বমুখী                খ) নিম্নমুখী

 

গ) নিরপেক্ষ                ঘ) সমানুপাত

 

৪। প্রদেয় নোটের হ্রাস-বৃদ্ধি নিচের কোন ধরনের কার্যালীর অন্তর্ভূক্ত?

 

ক) পরিচালন               খ) বিনিয়োগ

 

গ) অনগদ  ঘ) অর্থায়ন

 

৫। একটি কোম্পানির মজুদ পণ্যের গড় অবস্থান কাল ৩০ দিন এবং বাকি আদায়ের গড় সময় ৪০ দিন । গড় পরিশোধকাল ২০ দিন হলে নগদ রূপান্তর চক্র কত দিন?

 

ক) ৪০       খ) ৫০       গ) ৬০    ঘ) ৭০

 

৬। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?

 

ক) ১৯৫০  খ) ১৯৫২ গ) ১৯৫৪ ঘ) ১৯৫৬

 

৭। নিচের কোনটিকে বন্ড বলা হয়?

 

ক) চিরস্থায়ী বন্ড           খ) আয় বন্ড

 

গ) জাঙ্ক বন্ড              ঘ) শূন্য কূপন বন্ড

 

৮। নতুন সাধারণ শেয়ার ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয় হতে বেশি হওয়ার কারণ কোনটি?

 

ক) স্থির ব্যয়                খ) সুদের পরিমাণ

 

গ) উত্তরণ ব্যয়    ঘ) পরিবর্তনশীল লভ্যাংশ

 

৯। কর পরবর্তী নিট মুনাফা ও নগদ আন্ত:প্রবাহের মধ্যে পার্থক্য কোনটি?

 

ক) নগদ ক্রয়        খ) কাঁচামাল ক্রয়

 

গ) অবচয়            ঘ) আয়কর

 

১০। মূলধন বাজেটিং এর বাট্টাকৃত কৌশল হলো-

 

i. গড় মুনাফার হার       ii. নিট বর্তমানমূল্য

 

iii. আন্ত:প্রবাহ হার

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii           খ) i ও iii

 

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

১১। বৈচিত্র্যায়নের মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায় না?

 

ক) কোম্পানি ঝুঁকি    খ) বাজার ঝুঁকি

 

গ) আর্থিক ঝুঁকি       ঘ) তারল্য ঝুঁকি

 

১২। মি. ইন্দ্রজিত্ একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের নিকট পণ্যের মূল্য বাবদ চেক

 

বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। মি. ইন্দ্রজিত্ এর প্রাপ্ত দলিলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

 

ক) ব্যাংক কোম্পানি আইন ১৯৯১

 

খ) কোম্পানি আইন ১৯৯৪

 

গ) বিমা আইন ২০১০

 

ঘ) হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১

 

১৩। ABC কোম্পানির ৫ বছর মেয়াদি জিরো কুপন বন্ডের লিখিত মূল্য ১০০০ টাকা, প্রত্যাশিত আয়ের হার ১০% হলে বন্ডের মূল্য কত টাকা?

 

ক) ৬২০.৯২                 খ) ৫৯৩.৪৫

 

গ) ৪৫৪.৫৫                                ঘ) ৪৪০.০০

 

নিচের উদ্দীপকটি পড়ে ১৪-১৫ নং প্রশ্নের উত্তর দাও:

 

শরীফুল ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে সোনালী ব্যাংকে জমিয়ে রাখাতে চান। সোনালী ব্যাংক শরীফুলকে ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে সাইফুল গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করে।

 

১৪। শরীফুলকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে?

 

ক) ২১,১৩৫ টাকা        খ) ৩০,২৬০ টাকা

 

গ) ৩১,১১২ টাকা         ঘ) ৩১,১৫৩ টাকা

 

১৫। সাইফুল প্রকৃত সুদের হার কত?

 

ক) ৫২,৭৭%       খ) ৬৭.৭৭%

 

 গ) ৬৯.৭৭%      ঘ) ৭০.৫৫%

 

১৬। মিতব্যয়ী ফরমায়েশ এর পরিমাণ হচ্ছে এমন এক ফরমায়েশের পরিমাণ যেখানে-

 

i. বহন ব্যয় ফরমায়েশ ব্যয়ের সমান হয়

 

ii. ফরমায়েশ ব্যয় বেশি হয়

 

iii. মোট ব্যয় সর্বনিম্ন হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii                         খ) i ও iii

 

গ) ii ও iii                       ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

 

নিলয় কোম্পানি লি. বল পয়েন্ট কলম উত্পাদনকারী প্রতিষ্ঠান প্রতিটি বল পয়েন্ট কলমের বিক্রয়মূল্য ৫ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা। স্থির ব্যয় ২০,০০০ টাকা। কোম্পানি বছরে ১২,০০০ কলম বিক্রয় করে অন্যদিকে হাসিব লি: ও হাবিব লি: দুটি নামকরা প্রতিষ্ঠান যাদের নিরাপত্তা প্রাপ্ত যথাক্রমে ৩০% ও ৪০% ।

 

১৭। কতটি কলম বিক্রয় করলে মোট ব্যয় উঠে আসবে ?

 

ক) ৫০০টি                 খ) ১০,০০০টি

 

গ) ১৫,০০০টি                              ঘ) ২০,০০০টি

 

১৮। বিক্রয় হ্রাসের ফলে সৃষ্ট ঝুঁকি কোন কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে কম?

 

ক) নিলয়                     খ) হাসিব

 

 গ) হাবিব                      ঘ) নিলয় ও হাসিব

 

১৯। একটি কোম্পানির শেয়ার ইস্যুর ক্ষেত্রে নিম্নের কোন প্রতিষ্ঠানের অনুমতি লাগে?

 

ক) বাংলাদেশ ব্যাংক     খ) বিএসইসি

 

গ) বাণিজ্যিক ব্যাংক     ঘ) বিএসসি আই

 

২০। নিচের কোনটি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ নয়?

 

ক) সরকার                          খ) যৌথমূলধনী কোম্পানি

 

 গ) অংশীদারি ব্যবসায় ঘ) সিটি কর্পোরেশন

 

নিচের উদ্দীপকটি পড়ে  ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।

 

একটি প্রকল্পের আগামী তিন বছর নগদ আন্ত:প্রবাহ যথাক্রমে ১০,০০০, ২০,০০০ ও ৩০,০০০ টাকা উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৩০,০০০ টাকা এবং বাট্টার হার ১০%।

 

২১। পে-ব্যাক সময় কত বছর?

 

ক) ১ বছর                  খ) ২ বছর

 

গ) ৩ বছর                 ঘ) ৪ বছর

 

২২। নিট বর্তমানমূল্যের পরিমাণ কত টাকা?

 

ক) ১৬,৫০০                খ) ২১,৯৫০

 

গ) ১৩,০০০                গ) ১৮১৫৯

 

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।

 

বছর                         আয়ের হার

 

                স্টক A       স্টক B

 

২০১২        ৩০০%      ২৫%

 

২০১৩       ২০%         ৩৫%

 

২০১৪        ১৫%         ৪৫%

 

গড় আয়ের হার            ?              ৩৫%

 

পরিমিত ব্যবধান          ৭.৬৫%     ১০%

 

২৩। স্টক A এর গড় আয়ের হার কত?

 

ক) ১৫%   খ) ২২%   গ) ২৪%    ঘ) ৩৫%

 

২৪। স্টক A ও স্টক B এর ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজ্য?

 

ক) স্টক A এর প্রতি একক গড় আয়ের ঝুঁকি হচ্ছে ০.২৮

 

খ) স্টক B এর প্রতি একক গড় আয়ের ঝুঁকি হচ্ছে ০.৩৫

 

গ) স্টক A এর গড় আয়ের হার অধিক ঝুঁকিপূর্ণ

 

ঘ) স্টক B এর গড় আয় অধিক ঝুঁকিপূর্ণ

 

২৫। পোর্টফোলিও ঝুঁকি সবচেয়ে কম হবে যখন-

 

i.    সহ-সম্বন্ধ মানশূন্য

 

ii.  সহ-সম্বন্ধের মান ঋণাত্নক হবে

 

iii. সহ- সমন্ধের মান ধনাত্মক হবে

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i             খ) ii

 

গ) iও ii       ঘ) i, ii ও iii

 

২৬। CAPM  এর পূর্ণরূপ কি?

 

ক) Capital Asset Pricing Model

 

খ) Current Asset Pricing Model

 

গ) Current Assert Proper Model

 

ঘ) Current Assert Proper Model

 

২৭। ঝুঁকি মুক্ত আয়ের হার ৮% বাজার আয়ের হার ১৫% এবং এবিসি কোম্পানি লি: এর বিটা ২। সাধারণ শেয়ার মূলধন খরচ কত?

 

ক) ২০%    খ) ২২%  গ) ২৩%  ঘ) ২৫%

 

২৮। দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীন উত্স কী?

 

ক) সাধারণ মেয়াদ      খ) ঋণপত্র

 

গ) সংরক্ষিত আয়       ঘ) অগ্রাধীকার শেয়ার

 

উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:

 

এক্টি প্রতিষ্ঠান চলতি বছরে নতুন ৫০,০০০ শেয়ার ইস্যু করেছে। ঋণপত্রের মূল্য ৩০,০০০ টাকা পরিশোধ করেছে। নতুনভাবে ২০,০০০ টাকার ঋণপত্র ইস্যুর মাধ্যমে ২০,০০০ টাকা জমি ক্রয় করেছে । নগদ লভ্যাংশ প্রদানে ৭০,০০০ টাকা।

 

২৯। অর্থায়ন কার্যক্রম দ্বারা নিট নগদ আন্ত:প্রবাহ কত টাকা।

 

 ক) ৪০,০০০ টাকা       খ) ৫০,০০০টাকা

 

 গ) ৭০,০০০টাকা        ঘ) ১,৭০,০০০টাকা

 

৩০। কোম্পানির নন-অর্থায়ন এবং নন-বিনিয়াগের পরিমাণ কত টাকা?

 

ক) ২০,০০০ টাকা         খ) ৩০,০০০টাকা

 

গ) ১,০০,০০০টাকা       ঘ) ১,২০,০০০ টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ