• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

মানুষের তৈরি কয়েকটি পানির উেসর নাম লেখ

আপডেটঃ : শনিবার, ৩১ মার্চ, ২০১৮

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

জীবনের জন্য পানি

 

১. কী ছাড়া জীব বেঁচে থাকতে পারে না?

উ: পানি।

২. মানুষের তৈরি কয়েকটি পানির উেসর নাম লেখ।

উ: দিঘি, পুকুর. কূপ, নলকূপ ইত্যাদি।

৩. পানির প্রাকৃতিক উত্সগুলো কী কী?

উ: বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি।

৪. কাদের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়?

উ: জীবের।

৫. উদ্ভিদের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

উ: পানি।

৬. উদ্ভিদের দেহে কত ভাগ পানি আছে?

উ: ৯০ ভাগ।

৭. খাদ্য তৈরিতে উদ্ভিদ কী ব্যবহার করে?

উ: পানি।

৮. উদ্ভিদের পানি প্রয়োজন কেন?

উ: মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য ।

৯. কী ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না?

উ: পানি।

১০. প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ কী করে?

উ: শীতল করে।

১১. বেঁচে থাকার জন্য প্রাণীদের কী প্রয়োজন?

উ: পানি।

১২. মানবদেহের কত ভাগ পানি?

উ: ৬০-৭০ ভাগ।

১৩. কী ছাড়া কোন প্রাণীই বেঁচে থাকতে পারে না?

উ: পানি।

১৪. কী আমাদের দেহের খাবার পরিপাকে সাহায্য করে?

উ: পানি।

১৫. মানবদেহে পানির প্রয়োজন কেন?

উ: পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহণের জন্য পানি প্রয়োজন।

১৬. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে কী?

উ: পানি।

১৭. শিশির কী?

উ: রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাই শিশির।

১৮.বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে কী হয়?

উ: পানির ফোঁটায় পরিণত হয়।

১৯. ঘনীভবন কী?

উ: বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।

২০. পানিকে তাপ দিলে কিসে পরিণত হয়?

উ: জলীয় বাষ্পে।

২১. বাষ্পীভবন কাকে বলে?

উ: তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন।

২২. পানিকে শীতল করলে কিসে পরিণত হয়?

উ: কঠিন বরফে।

২৩. পানিতে তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে কী ঘটে?

উ: অবস্থার পরিবর্তন।

২৪.বায়ুতে কী রয়েছে?

উ: জলীয় বাষ্প।

২৫. কিসের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়?

উ: সূর্যের তাপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ