• শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

জাওয়ানের প্রথম গানে চুটিয়ে নাচ শাহরুখ খানের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বছরের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন পাঠান দিয়ে। এবার শাহরুখ খানের জাওয়ান আসার অপেক্ষায় মুখিয়ে আছে দর্শক। সোমবার ৩১ জুলাই প্রকাশ্যে এলো পাঠানের নতুন গান ‘জিন্দা বান্দা’। গানটি তিনটে ভাষায় প্রকাশ পেয়েছে। হিন্দি ছাড়াও তামিলে ‘ভান্দা এদম’ এবং তেলেগুতে ‘ধুম্মে ধুলিপেলা’।

গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল।

শাহরুখের নাচ যাদের পছন্দ, তাদের প্রিয় হতে চলেছে ‘জিন্দা বান্দা’। কারণ এই গানে শাহরুখকে পাওয়া গেল পুরোপুরি ডান্সিং মুডে। কোরিওগ্রাফি করেছেন শোবি পলরাজ। হাজারেরও বেশি নারী নৃত্যশিল্পীর সামনে শাহরুখ সেই চেনা অবতারে। কিং খানের সঙ্গে এই গানে দেখা মিলল সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনির।

গান শুরু হচ্ছে শাহরুখের ডায়লগ দিয়ে। ‘উসুলো পে যাহা আচ আয়ে টকরানা জরুরি হ্যায়। বান্দা জিন্দা হো তো জিন্দা নজর আনা জরুরি হ্যায়।’ এরপরই স্ক্রিনে এন্ট্রি বাদশার। ক্লিন শেভড লুক, চোখে কালো রোদ চশমা।

 

তবে গানে শাহরুখের লুক যতই কুল ডুড হোক না কেন, জাওয়ানে কিন্তু লুক নিয়ে ভালোই এক্সপেরিমেন্ট করেছেন শাহরুখ। একেক সময়ে একেক চেহারা দেখে শিউরে উঠেছে সবাই। আর তাতে ছবি নিয়ে চর্চা বেড়েছে। অনেকেরই মত, পাঠানের পর জাওয়ানও হতে চলেছে ব্লকবাস্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ