• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

অটোরিকশা উল্টে মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম মজিদুল ইসলাম (৪০) ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি জামুরটারী চৌহারা জামে মসজিদের ইমাম।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ইমাম মজিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে একটি অটোরিকশায় করে রংপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশী মদনপুর এলাকায় অটোরিকশাটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় মজিদুল এবং তার স্ত্রী শারমিনসহ মোট তিনজন আহত হন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করেন এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মজিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মজিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মো. আব্দুল আজিজ বলেন, ‘উনার বাড়ি ৮ নম্বর ওয়ার্ডে। কিন্তু উনি আমার এলাকার মসজিদের ইমাম। তার মৃত্যুর বিষয়টি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ