• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে পুনর্ভবা নদীতে ডুবে আসফাক আহম্মেদ তাহমিদ (২৩) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নদীতে ডুবে যাওয়ার ছয় ঘণ্টা পর বুধবার (১৯ জুন) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের চারাডাঙ্গা এলাকার চন্দের বিলের পুনর্ভবা নদীর শাখায় এ ঘটনা ঘটে।

তাহমিদ রাজশাহী মহানগরের রাজপাড়া এলাকার সিপাহীপাড়া গ্রামের আফতাব উদ্দিন টানুর ছেলে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাজশাহী থেকে গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিন বন্ধু। সেখানে তারা নদীতে গোসল করতে নামলে হঠাৎ তিন বন্ধুর মধ্যে তাহমিদ নদীতে তলিয়ে যান। পরে স্থানীয়তা তার মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ রাত ১০ টার দিকে মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ