• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১০ জুলাই, ২০২৪

চন্দনাইশে বাস থেকে যাত্রী নামানোর সময় পিছন থেকে আরেকটি বাসের ধাক্কায় নাছির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের গাছবাড়িয়া কলঘর এলাকার বরগুনি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

বাস দুটি চট্টগ্রাম যাচ্ছিল।
নিহত নাছির হোসেন সিরাজগঞ্জ জেলার ছড়া তেতুলিয়া এলাকার মৃত ফিরোজ মন্ডলের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, রাত ১২টার দিকে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস যাত্রী নামানোর সময় পিছন থেকে ইউরো পরিবহনের স্লিপার বাস দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে নাছিরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৪-৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ