• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

বগুড়ার ট্রাক চাপায় আটোরিকশার নিহত ৪, আহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

বগুড়ার শেরপু‌রে চালবোঝাই ট্রাক চাপায় সিএনজিচালিত আটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরো দুইজন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার নামকস্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) এবং সিএনজি অটোরিকশারচালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখের ছেলে মো: নাসিম (৩০)।

আহতরা হলেন, শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ উপজেলার কাওছার আলী (২৩)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, ঘটনাস্থলে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ