• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

পদত্যাগ করবেন না বাফুফের সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের রাষ্ট্রীয় এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। অনেকেই ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করছেন। তবে এক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন।

বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে ভক্তদের একটি দল বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং আলোচিত সহ-সভাপতি সালাম মুর্শেদীর পদত্যাগ দাবি করেছে। সালাম মুর্শেদী পদত্যাগ করলেও বাকিরা এখনো স্বপদে বহাল।

পদত্যাগের দাবির মুখে দেশের একটি সংবাদমাধ্যমকে নিজের অবস্থান জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?’

আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ তো করবেনই না, বরং বাফুফের আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার কথা জানালেন এই ফুটবল কর্তা, ‘আমি পদত্যাগ করছি না। আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোনো হুমকির মুখে ফুটবল ছাড়ব না।’

তার পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের উদ্দেশে কড়া ভাষায় সালাহউদ্দিনের বার্তা, ‘আমি সাদামাটা মানুষ না। আমার দীর্ঘ ফুটবলের ইতিহাস আছে। আমি জাতীয় দলের অধিনায়ক ছিলাম। আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আওয়ামী লীগের আমলে ছাড়াও আমি জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে, হুসেইন মোহাম্মদ এরশাদ ও জাতীয় ক্রীড়া পুরস্কার, স্বাধীনতা পদক, শেখ কামাল আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছি। আমি নিজের ইচ্ছায় ফুটবল ছাড়ব, কারো হুমকিতে নয়।’

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বাফুফে সভাপতির পদে আছেন কাজী সালাহউদ্দিন। তার আমলে বাফুফের বিরুদ্ধে ফিফা থেকেও দুর্নীতির অভিযোগ এসেছে। সমালোচনা নিত্য সঙ্গী হলেও বাফুফের সভাপতির পদে অনড় থেকেছেন সাবেক এই ফুটবলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ