• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

নেইমার নেবে পিএসজির পেনাল্টি কিক : কাভানি

আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েই বিতর্কে জড়ান নেইমার। পেনাল্টি কিক নেওয়ার অধিকার নিয়ে নেইমার ও এডিনসন কাভানির বিরোধ ঝড় তোলে পুরো ফুটবল বিশ্বে।
তবে এই সমস্যার স্থায়ী সমাধান দিলেন কাভানি। বললেন, পিএসজির পেনাল্টি নেবেন নেইমার।
এ ব্যাপারে ইতোমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, পেনাল্টি ইস্যুতে নেইমার-কাভানির দ্বন্দ্বের অবসান হয়েছে। স্বদেশী থিয়াগো সিলভা বলেছিলেন এখন থেকে দলের হয়ে সব স্পট কিক নেবেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
নান্তেসের বিপক্ষে ৪-১ গোলে জেতা সবশেষ লিগ ম্যাচ শেষে কথা বলেন অভিজ্ঞ উরুগুইয়ান এই স্ট্রাইকার। কে ক্লাবের পরবর্তী স্পট কিক কে নেবেন এই প্রশ্নের জবাবে কাভানির বলেন, ‘নেইমার’। আরও ব্যাখ্যা করেন যে কোচ উনাই এমেরি সিদ্ধান্তটি নিয়েছেন। অবশ্য এর আগে থিয়াগো সিলভা দাবি করেছিলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সব পেনাল্টি শট নেবে নেইমার। ’ গোলডটকম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ