• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে বৃষ্টির কারণে টসে বিলম্ব

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে সময় মতো টস করা যায়নি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় টস করার ছিল। আর খেলা শুরুর কথা সকাল ১১টায়।

রাওয়ালপিন্ডিতে গত দুই ধরেই বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সেই বৃষ্টিধারা অব্যাহত আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিললো অবশেষে।

এর আগে প্রথম টেস্টও বৃষ্টির কবলে পড়েছিল। যে কারণে ওই ম্যাচের প্রথম দিনে মাত্র ৪১ ওভার খেলা হয়েছিল।

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ