• শনিবার, ১১ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

পরোকিয়ার অভিযোগে তালাক : লম্পট বহাল তবিওতে

আপডেটঃ : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
Exif_JPEG_420

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূকে (তালাক) স্বামীর ঘর ছাড়তে হয়েছে, গৃহবধূ স্বামীর ঘর ছাড়লেও লম্পট আসলাম বহাল তবিয়তে বলে গুঞ্জন বইছে। চলতি বছরের জুলাই মাসের শুরুর দিকে উপজেলার তালন্দ ইউপির নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে গৃহবধূর ঘর ভাঙ্গার খবর ছড়িয়ে পড়লে লম্পট আসলামের শাস্তির দাবিতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের (সাবেক) শিক্ষক আয়েস উদ্দিনের পুত্র আসলাম উদ্দিনকে (ছদ্দনাম) গত তৃতীয় রমজান দিবাগত রাতে গ্রামের জৈনক ব্যাক্তির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসি ধরতে গেলে দিগম্বর হয়ে দৌড়ে পালিয়ে যায় তবে গৃহবধু তাদের হাতে আটক হন। কিšত্ত বিপুল অর্থ দিয়ে ঘটনা ধামাচাঁপা দিতে চেস্টা করেন। এদিকে ওই গৃহবধূর স্বামী ঘটনা জানতে পেরে লম্পট আসলামের বিচার দাবি করেন,তবে আসলামের বিচার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি তার স্ত্রী তালাক দেন। এদিকে গৃহবধূর তালাকের খবর ছড়িয়ে পড়লে লম্পট আসলামের বিচারের দাবিতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এসব বিষয়ে জানতে চাইলে আসলাম ঘটনার কথা অস্বীকার করে বলেন, গ্রামের কিছু অসাধু ব্যাক্তি সমাজে তাদের পরিবারকে ছোট করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছেন, যার কোনো ভিত্তি নাই, পুরোটাই বানোয়াট ও ভিত্তিহীন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এমন ঘটনা অজানা এবং কোন অভিযোগও পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হতো বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ