• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
বে-সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবীতে পাবনায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের প্রধান সড়কের পাবনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য দেন (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসাইন খান, পাবনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. আনছারুল্লাহ, উপাধ্যক্ষ নজুরুল ইসলাম বাবু, উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মাজহারুল ইসলাম মুন্নু, সহকারী অধ্যাপক খান আমিনুর রহমান, শিক্ষক আব্দুল মোত্তালিব, অধ্যক্ষ মো. মহিউদ্দিন, পদ্মা কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন, অধ্যাপক এনামূল হক রঞ্জু, মো. আসাদুজ্জামান খোকন, প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, প্রভাষক সঞ্জয় রায়, অধ্যক্ষ আব্দুল মজিদ, সুপার আব্দুল আলিম, অধ্যক্ষ মতিউর রহমান, শিক্ষক আব্দুল বাতেন, সুপার ফজলুর রহমান, প্রভাষক আব্দুল হালিম বাচ্চু প্রভাষক সাইফুল হক, প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বে-সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়ীভাড়া সর্বোপরি জাতীয়করণের জন্য সরকারের নিকট জোড়ালো দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ