গত বৃহস্পতিবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে।
বিয়ের নিবন্ধন সম্পন্ন হলেও মূল অনুষ্ঠান হবে ২৭ নভেম্বর। জহিরের ক্রিকেট সতীর্থ আর বলিউড তারকাদের উপস্থিতিতে হবে এ অনুষ্ঠান।
মুম্বাইয়ের হোটেল তাজমহল প্যালেস ইতোমধ্যে বুকিং দেয়া হয়েছে।
একেবারেই ছিমছাম আড়ম্বরবর্জিত, অনুজ্জ্বলভাবে বিয়েটা সেরেছেন জহির খান ও সাগরিকা ঘাটগে।
বিয়ের প্রথম ছবিটি দেখে অনেক ভক্তই হতাশ হয়েছিলেন। তবে সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার ফটোয় একেবারেই অনন্য লুকে ধরা দিলেন এই নবদম্পতি।
এ মাসের ‘বাজার ব্রাইড’-এর কাভার ফটোয় উঠে এসেছেন জহির-সাগরিকা। ছবিতে একটি পিয়ানোর কাছে সবুজ গাউনে দেখা যাচ্ছে সাগরিকাকে, তার পাশে গাঢ় বেগুনি রঙে কুর্তায় দেখা গেছে জহিরকে।
ক্রিকেটার জহির খান বহু বছর ভারতের হয়ে খেলেছেন। ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসার তিনি। আর সাগরিকাও চাক দে ইন্ডিয়া সিনেমার দৌলতে পরিচিত মুখ।
সাগরিকা ঘাটগে শাহরুখ খান অভিনীত চাক দে ইন্ডিয়া ছবিতে ভারতীয় মহিলা হকি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন।
তবে তিনি একসময় পেশাদার হকি খেলেছেন। ভারতের জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড় ছিলেন তিনি। সাগরিকা ঘাটগে বিজয়েন্দ্র ঘাটগের কন্যা।