• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সাইফ এখুন অনেকটাই ভালো কেটে গেছে বিপদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেতা সাইফ আলী খান। আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন তিনি। কেটে গেছে বিপদ। দ্রুত সেরে উঠছে শরীরের ক্ষত। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানালেন বোন সোহা আলী খান।

বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী সাইফ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজ ৬ দিন। বর্তমানে অভীনেতার শারীরিক অবস্থা কেমন আছে তা নিয়ে এবার মুখ খুললেন ছোট বোন সোহা আলী খান।

তিনি জানান, পরিবারের সবাই আপাতত কিছুটা চিন্তামুক্ত রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি দেখে সবাই খুব আনন্দিত। এরপর সাইফের জন্য যারা প্রার্থনা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বান্দ্রার বাড়িতে সাইফ আলী খানকে দুর্বৃত্তরা একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

এরপর এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে প্রথমে আকাশ কৈলাস ক্যানোজিয়া নামে এক জনকে আটক করা হয়। এরপর রবিবার (১৯ জানুয়ারি) মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে আরও একজনকে আটক করা হয়। আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ