আব্দুর রহমান রাসেল(রংপুর)॥
রংপুর সিটি করর্পোরেশনের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে থেকেই নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ৭ জন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থীরা। নগরীতে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।
আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রচারণায় নামেন নগরীর কুকরুল এলাকায়, বিএনপির প্রার্থী ধানের শীষ
প্রতীক কাওসার জামান বাবলা নগরীর সাতমাথা এলাকায়, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায়। স্বতন্ত্র প্রার্থী হলেও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হাতী প্রতীক হিসেবে পরিচিতি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ কামাড় পাড়া,তাতি পাড়া.পাল পাড়া এলাকায় গণসংযোগ করছেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ‘বাসদ’ থেকে মই প্রতীক আবদুল কুদ্দুস। হাতপাখা প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি থেকে দলীয় প্রতীক আম নিয়ে নির্বাচনে গণসংযোগ চালাচ্ছেন সেলিম আখতার।
নগরীর ৩৩ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থীরা নির্বাচনী মাঠে গনসংযোগ করছেন।
দ্বিতীয় বারের মত রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ৭ জন। এর মধ্যে রাজনৈতিক দলের ৬ জন। স্বতন্ত্র প্রার্থী আছেন একজন।
এছাড়া ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২১১ জন। ১১ টি সংরক্ষিত নারী কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন। জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর সিটি করর্পোরেশনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন ১ হাজার ২৮২ জন। এবার ভোটার বেড়েছে ৩৬ হাজার ২৫২ জন। এবারের নির্বাচনে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ পাচ্ছেন ১৪/১৫ দিন। দ্বিতীয় বারের মত আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।