চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটে সংরক্ষিত নারী সংসদ সদস্য হেপী বড়ালের কন্যা অদিতি বড়ালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চিতলমারী উপজেলা শাখা এক পথসভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। সোমবার দুপুর ১২ টায় চিতলমারী বাজারস্থ কোটি টাকা’র ব্রিজের উপর এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলার সভাপতি রবীন্দ্র নাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুরাণ চন্দ্র মন্ডল, সদস্য কালিপদ মন্ডল, জেলা যুব হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, হিন্দু ছাত্র মহাজোটের জেলা সাধারণ সম্পাদক দিলিপ বালা, সাংগঠনিক সম্পাদক মিঠুন চক্রবর্তী, হিন্দু যুব মহাজোটের উপজেলা সভাপতি প্রকাশ কান্তি রায় ও পরাগ বসু। বক্তারা এ সময় অদিতি বড়ালের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবী জানান।