চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৭ টায় পলশা উচ্চ বিদ্যালয়ে ২ নং ওয়ার্ড পলশা শাখা আওয়ামী লীগ, যুব লীগ,ছাত্র লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আজিজুর রহমান মাষ্টার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা মোঃ সামিউল হক লিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম। প্রধান অতিথি মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিজয় দিবস এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন যুব সমাজ কে বঙ্গবন্ধুর আর্দশ ধরে রাখার পরার্মশ দেন। বিশেষ অতিথি মোঃ আব্দুল হাকিম মুক্তিযোদ্ধে নিহত বীর শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন। পাশা-পাশি দুর্নীতি, মাদক ও জঙ্গি মুক্ত সমাজ গঠনে সমাজের সকল স্তরে মানুষকে এক সাথে কাজ করার আহবান জানান। সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থী কে জয়ী করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ১ নং বালিয়াডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাংগা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন জয়ার্জ প্রমুখ। পুরস্কার বিতরন শেষে, এ্যাডভোকেট শাহাজামাল এর পরিচালনায় রসকস গম্ভিরা পরিবেশন করা হয়।