• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

কচুয়ায় এসআইবিএলে’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ (এসআইবিএল) এর এজেন্ট ব্যাংকিং শাখার বণার্ঢ্য উদ্বোধন করা হয়েছে। সবখানে সবার প্রয়োজনে এ স্লোগানে গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.টি আবু নাসের চৌধুরী ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় উত্তরা ব্যাংকের সাবেক ডিজিএম ও সিংআড্ডা বাজারে এসআইবিএলের এজেন্ট ব্যাংকিংয়ের অন্যতম উদ্যোক্তা এস.এম সালাউদ্দিনের সভাপ্রধানে ও সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসআইবিএল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.টি আবু নাসের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক ডিজি মো. আমির হোসেন মজুমদার, এসআইবিএল কচুয়া শাখার ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন, এফএবি মোস্তফা আল ফারুক, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান। উল্লেখ্য যে, নগদ টাকা জমাদান, উত্তোলন, দেশ বিদেশ থেকে টাকা প্রদান, বিদ্যুৎ বিল পরিশোধ, নতুন একাউন্ট খোলা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত জনপ্রিয় এ এজেন্ট ব্যাংকিং শাখাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন, এএসএম ইফরান উদ্দিন। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মাওঃ মো. আব্দুল জলিল। এ সময় এলাকার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধী জন, সুশীলসমাজ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিঃদ্র- সংবাদের সাথে ছবি আছে।
ক্যাপশন- সিংআড্ডা বাজারে এসআইবিএলের এজেন্ট ব্যাংকিং ৪৬ তম শাখার উদ্বোধন করছেন, অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ