সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে প্রিমিয়াম ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকায় সরকার প্লাজায় প্রিমিয়াম ব্যাংকের ১০৩ তম শাখা উদ্বোধন করা হয়। অতিরিক্ত পোষ্ট মাষ্টার জেনারেল আলতাফুর রহমান ফিতা কেটে প্রিমিয়াম ব্যাংকের ১০৩ তম শাখা উদ্বোধন করেন। ভবন মালিক নুরুল আমিন সুরুজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ। অন্যান্যদের মধ্যে প্রিমিয়াম ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নাইমুল মো. আব্দুর রশিদ, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক লুৎফর রহমান, সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী, অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমএ লতিফ, যুগ্ম সম্পাদক আ. গনি, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আ’লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান।