চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
“পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃ মৃত্যু রোধ করি।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে এ সভা ও প্রেস ব্রিফিং হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও মোঃ নিজাম উদ্দিন শেখ।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুকুল কুমার মজুমদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরহরি বৈরাগী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ মোহসীন আলী রেজা, কালিদাস বড়াল স্মৃতি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, চিতলমারী প্রেস ক্লাব সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এস এস সাগর, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আল আমিন লিটন, কাজী মফিজুল আহম্মেদ ও রূপক হীরা।