• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব পালিত

আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
প্রতি বছরের ন্যায় সারাদেশে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং পরে সকাল সাড়ে ১০টায় চরমোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জেলা ব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হকের সঞ্চালনায় ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের এবং সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন। বক্তারা বছরের প্রথম দিনের বই উৎসবকে সরকারের বিরাট সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, যেহেতু ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উল্লাসে মেতে ওঠে, সেহেতু আজকের এই দিনটি শিক্ষার্থীদের মনে চিরস্থান করে নিবে। পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষা বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য এবার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ লাখ ২ হাজার ৫’শ ৫৬টি, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ লাখ ৬২ হাজার ২’শ ৮৩ টি এবং মাদ্রাসাগুলোতে ৫ লাখ ৪৯ হাজার ৮’শ ৪৭টি  ও এবতেদায়ীতে ২ লাখ ৫২ হাজার ৬’শ ৫২টি পাঠ্যবই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ