কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি॥
সারা দেশের ন্যায় সোমবারে চাঁদপুরের কচুয়ায় পাঠ্য পুস্তুক বিতরন উৎসব দিবস পালিত হয়েছে। সকাল ১০টায়া চান্দিনার ঐতিহ্যবাহী বড়ইয়া কৃষ্ণপুর আল-আমিন ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় পাঠ্য পুস্তুক বিতরন উৎসব দিবসে ওই মাদ্রাসার ৩বারের সফল সম্মানিত গর্ভনিং বডির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, অবঃপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, ১নং শুহিলপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং ওই মাদ্রাসার প্রভাষক মো. হুমায়ন কবির এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলার আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওই মাদ্রাসার ৩বারের সফল সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ফরাজী (মহসীন)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই মাদ্রাসার সম্মানিত গর্ভনিং বডির সদস্য কাজী মো. আতিকুর রহমান, ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আলমগীর হুসাইন, সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রব, অধ্যাপক মো. জসিম উদ্দীন সরকার, ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মো. ওসমান গনি মোল্লা প্রমুখ। এ সময় ওই মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারী, ছাত্র/ছাত্রী , অভিভাবক, সুধী জন , এলাকার জনগনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল ১১টা রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ওই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে পাঠ্য পুস্তুক বিতরন করা হয়। বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী, সোঁনালী ব্যাংক প্রধান কর্যালয়ের সদ্য অবঃপ্রাপ্ত সিনিয়র এক্সকিউটিব কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহআলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট্য শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মো. ওসমান গনি মোল্লা, ওই বিদ্যালয়র প্রাক্তন সফল সভাপতি মো. মোশাররফ হোসেন ফরাজি (মহসীন), বিদ্যালয়ের অভিজ্ঞ প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন দাস, বিশিষ্ট্য সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মো. সহিদউল্লাহ পাটোয়ারী, মো. আব্দুল লতিফ ভূঁইয়া, ডাক্তার রঞ্জিত চন্দ্র সরকার, সহকারি প্রধাদ শিক্ষক মো. মতিউর রহমান প্রমুখ।
অনুরূপ ভাবে ১নং রাগদৈল সাকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য পুস্তুক বিতরন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো. শাহআলম মজুমদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি মোল্লা। বিশেষ অতিথি ছিলেন রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন দাস ও সহকারি প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা মো. ছফিউল্লাহ। বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালেহ আহমেদ, কবির আহমদে, রহিমা আক্তার প্রমুখ। এছাড়া রাগদৈল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা যথাযথ ভাবে পাঠ্য পুস্তুক বিতরন উৎসব দিবস ও পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ রোস্তম আলী সরকার, সভাপতি মোশাররফ হোসেন ফরাজী (মহসীন), প্রভাষক মো. মহসীন উদ্দিন ইকবাল, হাজী মজিবুর রহমান প্রভাষক রেজাউল করিম প্রমুখ।একই ভাবে সাচার, রারৈয়ারা , মাঝিগাছা, বাইছাড়া, পালাখাল, কচুয়া, রহিমানগর, আশরাফপুর, নিশ্চন্তপুর, বিতারা, শুয়ারুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে ছাত্র/ছাত্রীর মাঝে বই বিতরন উৎসব দিবস পালন করা হয়।