কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়ায় দু’পক্ষের সংঘর্ষে ৪ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। শনিবার সকালে কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা গ্রামের মাজহারুল ইসলাম (৩০) ও ইউনুছ মিয়া (২৫) এর পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় শনিবার সকালে বিরোধ পূর্ণ জায়গায় বাঁশবাগানে (মুড়ায়) বাঁশ কাটতে অপর পক্ষ ইউনুছ মিয়া বাধা দেয়। এতে উভয় পক্ষ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এর ফলে ওই গ্রামের আলী মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (৩০), আবুল হোসেন স্ত্রী রহিমা আক্তার (৩৫), আলী মিয়ার স্ত্রী তাছলিমা বেগম সহ ৮ জন মারাত্মক ভাবে আহত হয়। স্থাণীয় গ্রাম বাসী তাদেরকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে আহতরা আসংখা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে চিকিৎসক আমাদের প্রতিনিধিকে জানান। এ ব্যাপরে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।