ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের নয়াচর ব্রীজ হতে বাস্তা বাজার পর্যন্ত (চেইনেজ ২৮০৫ মি: হতে ৫০০০ মি:) রাস্তা ও নয়াচর হতে বাস্তা ডিসি সড়ক পর্যন্ত ( ১০০০মি:) প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নব-নির্মিত দুটি পাকা রাস্তা বুধবার দুপুরে উদ্বোধন করেন স্থানীয় এমপি এম এ মালেক।এ পাকা রাস্তা উদ্বোধন উপলক্ষে আলমখালী খাল পানি উন্নয়ন সমাবয় সমিতি লিমিটেডের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় আলোচনা সভা মিছিলে মিছিলে মুখরিত হয়ে বিশাল জনসভায় রুপ নেয়।
এসময় বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি স্থানীয় সংসদ সদস্য-ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ মালেক।এই সময় প্রধান অতিথি রাস্তা দুটির শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ধামরাই উপজেলা কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ আহমদ হোসেন,ধামরাই উপজেলার প্রৌকশলী ইউসুফ আলী,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,বালিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন,বালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আর্নিছ,উপজেলা ছাত্রলীগ নেতা ও বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিতে বললেন।