চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
অদ্য ১০ জানুয়ারি ২০১৮ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকার সময় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া গ্রামের পদ্মার চর এলাকার দরিদ্র শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে লেঃ কর্নেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিএসসি, অধিনায়ক, ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াহেদপুর বিওপি এলাকায় স্থানীয় দরিদ্র শীতার্ত জনসাধারণের মাঝে বিপুল পরিমাণে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বিজিবি ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার ও এলাকার স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।