আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার মুক্তির তদবিরে যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধি দলের সদস্য ড. ইকবাল জাইদি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ড. আফিয়া সিদ্দিকীকে। তবে সম্প্রতি এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সেজন্য আশা করা যাচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে তার মুক্তি মিলতে পারে।
৫২ বছর বয়সী ড. আফিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সাথে তার যোগাযোগ রয়েছে। সেজন্য তাকে লেডি আল কায়েদা নামেও আখ্যায়িত করা হয়েছিল। তবে নতুন অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে যে এখন বাস্তবতা ভিন্ন দিকে মোড় নেবে।
তিনি তার আইনজীবীর মাধ্যমে স্কাই নিউজকে বলেছেন, ‘আমি আশাবাদী যে ইতিহাস আমাকে ভুলবে না। আর একদিন অবশ্যই আমার মুক্তি মিলবে।’ তিনি আরো বলেন, ‘আমি নির্দোষ। তবুও প্রতিনিয়ত অন্যায়ের শিকার হচ্ছি। আমাকে নিত্যনতুন নির্যাতন করা হচ্ছে। এটি সহজ ব্যাপার নয়। তবে আমি আল্লাহর রহমতের কাছে আশাবাদী, একদিন অবশ্যই এই যন্ত্রণা থেকে মুক্তি পাব।’
পাকিস্তানি এই স্নায়ু বিজ্ঞানির আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ তার পরিবারকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এরই ভিত্তিতে ৭৬ হাজার ৫০০ শব্দের একটি ডসিয়ার প্রেসিডেন্টের জমা দেয়া হয়েছে। স্কাই নিউজ ওই ডসিয়ারটি দেখেছে। তবে সিদ্দীকীর সাথে সম্পর্কিত বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আগামীকাল সোমবার পর্যন্ত শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগ পর্যন্ত আবেদনটি বিবেচনা করতে পারবেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। এখন পর্যন্ত তিনি ৩৯ জনকে ক্ষমার নির্দেশ দিয়েছেন এবং ৩ হাজার ৯৮৯ জনের সাজা কমিয়েছেন।