রংপুর অফিস॥
গতকাল বৃহস্পতিবার রংপুর টাউন হল চত্তরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী। জেলা প্রশাসক মোঃ ওয়াহেদুজ্জানের সভাাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এই উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪টি জেলা উন্নয়ন মেলা সরাসরি ভিডিও কনফেরন্স মাধ্যমে উদ্বোধন করেন এবং ৫ জেলার সাথে উন্নয়ন কর্মকান্ড নিয়ে সরাসরি কথা বলেন, মেলায় আগত দর্শক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠারেনর শিক্ষক অবিভাবক এবং সরকারী কর্মকর্তা কর্মচারী অনুষ্ঠানটি বিটিভি সম্প্রচার দেখেন। এই মেলায় প্রায় একশত ষ্টল রয়েছে।