• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

পৌরসভার কর্মকতা-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়ার

আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
পৌরসভার কর্মকতা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে পাওয়ার দাবীতে রোববার থেকে সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পানি সরবরাহ ব্যতিরেকে অন্যান্য সকল সেবা বন্ধ থাকায় স্থবির পৌরসভার সেবা কার্যক্রম।সেবা নিতে আসা সাধারন জনগন
ভোগান্তির শিকার হচ্ছে। সোমবার দুপরে পৌরসভার আনন্দলনরত কর্মচারীরা কন্দ কন্ঠে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৌরসভার কর্মরত  ৩২৫০০ জন কর্মকতা -কর্মচারীর পরিবার পরিজনের ভাল ভাবে বেঁচে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে দাবী পুরণে আকুল আবেদন জানান। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন একদফা দাবী আদায় কমিটির আহবায়ক মোঃ মামুন-অর-রশীদ জানান সারা দেশে একযোগে ৩২৭ টি পৌরসভার কর্মচারীরা তিনদিন ব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শেষ হবে। এসময়ের মধ্যে দাবী পূরণের আশ্বাস না পেলে আগামীতে কেন্দ্রিয় ভাবে ঢাকায় কর্মসূচী পালন করা হবে।এ দিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোশিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মবিরতির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পৌরসভায় সেবা নিতে আসা নাগরিকরা। তারা বিভিন্ন প্রয়োজনে পৌরসভায় এসে ফিরে যাচ্ছেন। সংশ্লিস্টরা জানান, শুধুমাত্র পানি সরবরাহ ছাড়া অন্য সব সেবা বন্ধ ছিল  সোমবার। মঙ্গলবার ও একই অবস্থা থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক দিলীপ কুমার, একদফা দাবি আদায় কমিটির আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন-অর রশিদ, সদস্য সচিব মোঃ জহির উদ্দীন, হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ