• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন

শিশুর অনলাইন নিরাপত্তায় চ্যাম্পস টোয়েন্টিওয়ান ও ক্যাসপারস্কি

আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশে শিশুদের অনলাইন নিরাপত্তায় যৌথভাবে কাজ করবে দেশের প্রথম ও সর্ববৃহৎ এডুকেশন পোর্টাল চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকম এবং নিরাপত্তা সফটওয়্যার কোম্পানি ক্যাসপারস্কি ল্যাব।
আজ রবিবার এ উপলক্ষে চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকম ও ক্যাসপারস্কি ল্যাবের বিপণনকারী প্রতিষ্ঠান অফিস এক্সট্রাক্টসের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ ও অফিস এক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন।
অফিস এক্সট্রাক্টস কার্যালয়ে আয়োজিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিস এক্সট্রাক্টসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিজনেস অ্যাফেয়ার্স) এসএম আজমল হোসেন ও চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকমের ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) মমিনুর রহমান মঈন।
সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান দেশব্যাপী স্কুলগুলোতে শিশুর অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতা তৈরিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কর্মশালা, সেমিনারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
একইসঙ্গে শিশুদের অনলাইন নিরাপত্তায় বিশ্বজুড়ে সমাদৃত বিশেষ টুলস ‘ক্যাসপারস্কি সেফ কিডস’ সরবরাহ করা হবে। এই টুলসের মাধ্যমে সন্তানদের ইন্টারনেট ব্যবহার ব্যবস্থাপনা, অ্যাপস ও ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণ, সন্তানের অবস্থান জানা, ডিভাইসের কল ও এসএমএসে নজর রাখা ও সন্দেহজনক কিছু ঘটলে নোটিফিকেশন ব্যবস্থার সুবিধা রয়েছে। পাশাপাশি, এই কার্যক্রমের অংশ হিসেবে ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে অনলাইন নিরাপত্তা বিষয়ক কনটেন্ট প্রকাশ করা হবে।
তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান ইন্টারনেট থেকে সন্তানকে দূরে না রেখে বরং তাদেরকে এই অগ্রযাত্রায় শামিল করতে ও তথ্যপ্রযুক্তিনির্ভর ভবিষৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ