নারী দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেল আজ প্রচারিত হবে বিশেষ নাটক। নারীদের বিভিন্ন গল্প নিয়ে নাটকগুলোর মূল ভাবনা। তেমনই একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারি মম। নারীদের গল্প নিয়ে আজ আরটিভিতে প্রচারিত হবে ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে ৩টি নাটক। এ আয়োজনের ২য় দিনের নাটক ‘খোলা চিঠি’ প্রচারিত হবে আগামীকাল রাত ৮টা ১০ মিনিটে। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, মাসুম বাসার প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে মম বলেন, ‘আমরা যাদের দেখে অনুপ্রাণিত হই। তাদের অনেকেই নারী। নারীদের প্রেরণার গল্প নাটকটিতে দেখানো হয়েছে।’