কলকাতার অশোকনগরের ভাড়া বাড়ি থেকে টলিউড অভিনেত্রী মৌমিতা সাহার (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। এসময় ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
পুলিশ জানায়, টলিউডে মডেলিং ও অভিনয়ের সূত্রে তিনি রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরের ভাড়া বাড়িতে একাই থাকতেন মৌমিতা । শুক্রবার দুপুর থেকে তার ফোন বন্ধ পায় বাড়ির লোক। পরে তারা বাড়িওয়ালাকে বিষয়টি জানান। বাড়িওয়ালা গিয়ে দেখেন মৌমিতার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে ঘরের দরজা ভাঙেন তিনি। ঘরের মধ্যে মৌমিতার ঝুলন্ত দেহ দেখা যায়। এরপর রিজেন্ট পার্ক থানায় খবর দেয়া হয়।
পুলিশ এসে মৌমিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে লেখা ছিল, ‘আমার আর অভিনেত্রী হওয়া হল না’। পুলিশের অনুমান হতাশা থেকেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী।