বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াতের হার্টে সফল ভাবে রিং পরানো হয়েছে। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ডা. শর্মার তত্ত্বাবধানে তারঁ হার্টে রিং পরানো হয় বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
কাজী হায়াতের ছেলে কাজী মারুফ আজ তার ফেসবুকে জানান, নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ডা. শর্মার তত্ত্বাবধানে আমার বাবার হার্টে সফল ভাবে রিং পরানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। এ সময় তিনি ডা. শর্মাকে ধন্যবাদ জানান। কাজী মারুফ ওই স্ট্যাটাসে ২০০৫ সালে ঢাকায় সফলভাবে ওপেন হার্ট সার্জারি করার জন্য ডা. জাহাঙ্গীর কবিরকেও ধন্যবাদ জানান।
কাজী হায়ত ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এবং ১৯৭৬-১৯৭৭ মৌসুমে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭৯ সালে দি ফাদার ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তাঁর বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুঁটিয়ে তোলেন।