স্রোত আবৃত্তি সংসদ আয়োজিত ‘সূচিপত্র’ শীর্ষক কবিতা বৃন্দ আবৃত্তি শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯-তম জন্মদিন, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিক ও মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী স্মরণে এবারে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।
মাহফুজ মাসুমের নির্দেশনা ও আতিকুর রহমান সুমনের গ্রন্থনায় বৃন্দ আবৃত্তি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মাসুদুজ্জামান, মাহফুজ মাসুম, ফখরুল ইসলাম তারা, শামীমা তন্দ্রা, রোকন রেহান, মাহফুজ রিজভী, ইয়াসির আরাফাত অভি, তরুময় বিশ্বাস পাভেল, স্নিগ্ধা রানী সরকার, মাহফুজ তুহিন, ফারহানা আক্তার, এনায়েত শাওন, প্রজ্ঞা হক, হাসিনা আক্তার নিপা, তৌফিক-উর-রহমান এবং আনিসুর রহমান রিমন।
নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ৩০ বছরের বিরামহীন পথচলা স্রোত আবৃত্তি সংসদ বিগত দিনগুলোতে ধারাবাহিকভাবে একত্রিশটি পূর্নাঙ্গ ও প্রায় অর্ধশতাধিক বৃন্দ প্রযোজনা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মঞ্চস্থ করেছে। তাছাড়া স্রোত এইসময়ে বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক ৩৮ টি সফল কর্মশালা পরিচালনা করেছে এবং ৩৯ তম কর্মশালার কার্যক্রম শুরু করেছে।