• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

তজুমদ্দিনে জায়গা জমির বিরোধের জেরধরে মারপিট নিহত ১ আহত ২

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

ভোলা প্রতিনিধি ॥
ভোলা প্রতিনিধি ॥ তজুমদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে এক প্রবাসির স্ত্রীকে পিটিয়ে নিহিত করার অভিযোগ মিলেছে। জানাজায় জায়গা জমির ব্যাপারে দীর্ঘদীন যাবৎ বিরোধ চলে আসছে তার রেশধরে গত ২৬ মার্চ বিকেল ৫ টার সময় তজুমদ্দিনের চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড অছিমুদ্দিন মুন্সি ভাড়ীর মৃত আবু সুফিয়ানের মেয়ে মোসাঃ মরিয়ম বেগম কে ব্যাপক মারধর করে মাথায় আঘাত করে একই বাড়ির রফিকুল ইসলাম, পিতা- মৃত তোফাজ্জল, শাহানুর বেগম, স্বামী- রফিকুল ইসলাম, মাহিব্বুল্লাহ, পিতা- রফিকুল ইসলাম এরা সকলে মিলে, মরিয়ম ও তার ছেলে জিহাদ মেয়ে সুমা বেগমকে এলোপাতারি মারপিট করে এক পর্যায় মারিয়মের মাথায় আঘাত করলে মারিয় মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পরলে জিহাদ ও সুমার ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আহতদেরকে মঙ্গলসিক্দার হাসপাতালে প্রথমিক চিকিৎসা দিয়ে লামোহন হাসপাতালে প্রেরণ করেন। মরিয়মের অবস্থা বেগতিক দেখে কতর্বরত ডাক্তার ভোলা হাসপাতালে প্রেরণ করেন সেখান থেকে বরিশাল হাসপাতালে প্রেরণ করলে সেখানে মারিয়মের আশংকা জনক অবস্থা দেখে তাকে ঢাকা নিউরো হাসপাতালে ভর্তিকরলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত্রে শেষ নিশ^াশ ত্যাগ করেন। পরে মৃত মরিয়মকে তার নিজ এলাকায় আনাহলে তজুমদ্দিন থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে মরিয়মের লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মেদ বলেন, আমরা মৃত্যুর সংবাদ শুনে ঘটনা স্থালে গিয়ে মৃত্যুর কারণ জেনে এলাকর লোকজন দেরকে জিজ্ঞাসা করে ঘটনা স্থল পরিদর্শন করে একটি ই উ ডি মামলা গ্রহণ করে লাশ ভোলা মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।  এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান ঘটনা স্থলে এসে উভয়ের কথা শুনে প্রশাসনের মাধ্যমে ময়নাতদন্ত করে নিহতের পরিবার জেন ন্যায় বিচার পায় তিনি এ আসা ব্যাক্ত করেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ